মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

চট্টগ্রামে রোটারি ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্রেট-এর দ্বিতীয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | বার্তা টুডে
  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৭০

রোটারি ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্রেট-এর দ্বিতীয় নিয়মিত সভা গত বৃহস্পতিবার চট্টগ্রামের সিএমপি ক্লাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের সদস্য ও অতিথিরা প্রাণবন্ত অংশগ্রহণ করেন।

  • সভাপতি রোটারিয়ান এ কে এম শহিদুল্লাহ চৌধুরী সভার সূচনা বক্তব্যে অতিথি ও সদস্যদের শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। রোটারিয়ান মোহাম্মদ হাসান রোটারি প্রার্থনা পাঠ করেন। এ সময় ঢাকার মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের মাননীয় উপাচার্য ড. শরীফ আশরাফুজ্জামান ও তাঁর সহধর্মিণী।

ড. আশরাফুজ্জামান, যিনি রোটারি ক্লাব অব আগ্রাবাদ-এর সাবেক সভাপতি, রোটারিয়ানদের উদ্দেশে রোটারির সমাজকল্যাণমূলক ও মানবিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি ক্লাব আয়োজিত আসন্ন “বিজনেস ইনোভেটিভ আইডিয়া কনটেস্ট”-এর প্রশংসা করেন এবং চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

ক্লাবের চার্টার সভাপতি সিপি রোটারিয়ান মোস্তফা আশরাফুল ইসলাম আলভী তাঁর বক্তব্যে ভবিষ্যৎ প্রজন্ম ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তিনি সাউদার্ন ইউনিভার্সিটিতে রক্তদান কর্মসূচির পরিকল্পনায় রোটারি ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্রেটের অংশীদারিত্বে উপাচার্যের সহায়তা কামনা করেন।

সভায় আরও বক্তব্য রাখেন সেক্রেটারি মোহাম্মদ হাসান, আইপিপি রোটারিয়ান এস এম মুহিবুর রহমান, পিপি অ্যাডভোকেট জুবায়ের হোসেন শিবলু, পিপি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, পিপি জয়নাল আবেদীন মুহুরি এবং পিপি রোটারিয়ান সাদমান সাইকা সেফা।
সভায় ক্লাবের অন্যান্য সম্মানিত সদস্য ও অতিথিরাও উপস্থিত ছিলেন।

সভাটি ছিল উৎসাহব্যঞ্জক এবং আগামীর সেবামূলক কার্যক্রমের পথনির্দেশক হিসেবে বিবেচিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর