
কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের হয়রানি, টিকিটবিহীন যাত্রীদের থেকে ঘুষ আদায়সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিশেষ এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৬ আগষ্ট (বুধবার) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দুদক জানায়, সংস্থার একটি গোপন দল ছদ্মবেশে কমলাপুর রেলস্টেশনে অবস্থান করে স্টেশনে কর্মরত আনসার, পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। পাশাপাশি সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলে তারা হয়রানি ও দুর্নীতির নানা চিত্র সংগ্রহ করে।
অভিযান চলাকালে একটি গুরুত্বপূর্ণ অনিয়মের প্রমাণও পায় দুদকের দল। দেখা যায়, এক ব্যক্তি কোনো টিকিট ছাড়াই রেলের এক কর্মচারীকে অর্থ দিয়ে ট্রেনে যাত্রা করছেন। এছাড়াও, স্টেশনে কর্মরত আনসার সদস্যদের দ্বারা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, বেআইনিভাবে অর্থ আদায় ও অন্যান্য অসঙ্গতির ভিডিও ও স্থিরচিত্র প্রমাণ হিসেবে সংগ্রহ করা হয়।
পরে ওই টিকিটবিহীন যাত্রী ও অন্যান্য প্রমাণসহ দুদক টিম সরাসরি স্টেশন ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করে পরিস্থিতির ব্যাখ্যা চায়। স্টেশন ম্যানেজারকে অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
দুদকের পক্ষ থেকে জানানো হয়, অভিযানের সকল তথ্য ও প্রমাণ যাচাই-বাছাই করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে। সেইসঙ্গে যেসব সরকারি কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনিয়মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে দুদক।