
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বাকলিয়া থানা যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দলীয় সমর্থকরা এতে অংশ নেন।
রাতে নগরের একটি মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিকভাবে পুনরায় সক্রিয় হয়ে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
বাকলিয়া থানা যুবদলের সংগঠক নজরুল ইসলাম সোহেল ও এন বোরহান উদ্দিনের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রাণপুরুষ ও ত্যাগের প্রতীক। তাঁর সাহসী নেতৃত্ব ছাড়া বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে।”
এন বোরহান উদ্দিন বলেন, ম
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মোহাম্মদ শহিদুল ইসলাম, যুবদল নেতা সাইফুল ইসলামসহ স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী।
দোয়া মাহফিল শেষে দেশনেত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।