মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

“খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে বাকলিয়া যুবদলের দোয়া মাহফিল”

বার্তা টুডে ডেস্ক
  • শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৯২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বাকলিয়া থানা যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দলীয় সমর্থকরা এতে অংশ নেন।

রাতে নগরের একটি মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিকভাবে পুনরায় সক্রিয় হয়ে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

বাকলিয়া থানা যুবদলের সংগঠক নজরুল ইসলাম সোহেল ও এন বোরহান উদ্দিনের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রাণপুরুষ ও ত্যাগের প্রতীক। তাঁর সাহসী নেতৃত্ব ছাড়া বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে।”

এন বোরহান উদ্দিন বলেন,  ম

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মোহাম্মদ শহিদুল ইসলাম, যুবদল নেতা সাইফুল ইসলামসহ স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর