মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

সাতকানিয়ায় যুব প্রতিনিধি সমাবেশ শাহজাহান চৌধুরীর বার্তা: সামনে বড় পরীক্ষা নির্বাচন

মিজানুর রহমান রুবেল চট্টগ্রাম সাতকানিয়া
  • রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৩৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে আগামী নির্বাচন একটি কঠিন পরীক্ষা। বহির্বিশ্বের করালগ্রাস থেকে প্রিয় জন্মভূমিকে রক্ষার জন্য আমাদের সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।”

শনিবার (১৬ আগস্ট) বিকেলে সাতকানিয়া পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত যুব প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা যুব বিভাগের সভাপতি এডভোকেট আবু নাছের এবং সঞ্চালনা করেন সাতকানিয়া যুব বিভাগের সভাপতি মো. আইয়ুব আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল জব্বার,চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য ও দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক জাফর সাদেক,দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান, শুরা সদস্য আরিফুর রশিদ চৌধুরী,সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন,সেক্রেটারি তারেক হোসাইন,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম চৌধুরী,কর্মপরিষদ সদস্য আ ক ম ফরিদুল আলম,
দক্ষিণ জেলা যুব বিভাগের সেক্রেটারি ও শিবিরের সাবেক সভাপতি শাহাদাত হোসাইন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের শুরা সদস্য এম ওয়াজেদ আলী, সাতকানিয়া পৌর জামায়াতের আমির অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, সেক্রেটারি মাস্টার জাহাঙ্গীরসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর