বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ

বার্তা টুডে ডেস্ক
  • মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৪৮

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন কোতোয়ালী থানা যুবদলের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) সকালে আন্দরকিল্লাস্থ পেরেন্টস চয়েস ইন্টারন্যাশনাল স্কুলের ৫০ জন শিক্ষার্থীর হাতে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা যুবদল নেতা মোঃ মঈনুদ্দিন খান রাজিব, মোহাম্মদ কফিল উদ্দিন, মোহাম্মদ বাহাদুর, মোঃ আলাউদ্দিন, মোঃ মঈনুদ্দিন, মোঃ বাহার, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ ইয়াসিন, মোঃ বেলাল, মোহাম্মদ আজগর, মোহাম্মদ মোমিন, মোঃ আজাদ শিকদার, মোহাম্মদ তোফায়েল, মোঃ ইকবাল, মোঃ ফারুকসহ কোতোয়ালী থানা যুবদল ও অন্তর্ভুক্ত ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর