
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে কলেজের গভর্নিং বডির সভার সিদ্ধান্ত মোতাবেক বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেতার উদ্দিন আহমদের মেয়াদ শেষে আনুষ্ঠানিকভাবে তার হাতে দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় গভর্নিং বডির জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, অভিভাবক প্রতিনিধি মো. হারুনর রশীদসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ বলেন,
“আমি এ কলেজে দীর্ঘ ৩০ বছর ধরে কর্মরত আছি। প্রতিযোগিতা নয়, সহযোগিতার মনোভাব নিয়ে এ কলেজের শিক্ষার মানকে আরও এগিয়ে নিতে চাই। কলেজের একাডেমিক ও পরিবেশগত উন্নয়নের পাশাপাশি ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের পরামর্শ নিয়ে সামগ্রিক উন্নয়ন ঘটাতে চাই।”
তিনি আরও বলেন, কলেজে অসংখ্য শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন এবং পড়াশোনার জন্য একটি সুন্দর পরিবেশ রয়েছে। সবার আন্তরিক সহযোগিতায় একটি ভারসাম্যপূর্ণ ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই তার মূল লক্ষ্য।