
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী ও বাকলিয়া এলাকায় যৌথ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ উৎপাদন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এসময় অবৈধভাবে পলিথিন উৎপাদন ও বিপণনের দায়ে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে একটি কারখানা সিলগালা করা হয়।
র্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোতোয়ালী থানার রসূল মার্কেট ও বাকলিয়া থানার রাজাখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং র্যাব-৭ এর সদস্যরা অংশ নেন।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কনা এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম। এসময় পাঁচটি অবৈধ কারখানা থেকে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাকৃত ৫ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। আর জব্দকৃত পলিথিনের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
র্যাব-৭ জানায়, পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতিকর এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।