মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

লোহাগাড়া প্রতিনিধি চট্টগ্রাম
  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২২৭

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি এনামুল হককে অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয়রা ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলার পদুয়ায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি শাহজাদা মিয়া এবং সঞ্চালনা করেন পদুয়া ইউনিয়ন এলডিপির সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন।

মানববন্ধনে বক্তব্য রাখেন—

পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোবারক আহমদ বাবু

পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীর

পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আমানুল হক

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এহেসান আবদুল্লাহ

গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম

লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল মোহাম্মদ নয়ন

পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সোহেল

পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম সিকদার

শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাবেদ

স্থানীয় নেতৃবৃন্দ মোহাম্মদ শফি, মোহাম্মদ আলম, মোহাম্মদ সেলিম, আবুল হাশেম ও মোহাম্মদ শামসুল আলম প্রমুখ।

বক্তাদের অভিযোগ

বক্তারা অভিযোগ করেন, নবনিযুক্ত সভাপতি এনামুল হক দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি সাবেক এমপি আবু রেজা নদভী ও টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদিসহ আওয়ামী লীগের বিভিন্ন প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এ কারণে বিদ্যালয়ের নিরপেক্ষ পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা মন্তব্য করেন।

বক্তারা আরও বলেন, “বিদ্যালয়ের সভাপতি পদে একজন নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া প্রয়োজন। রাজনৈতিক পরিচয়ে কাউকে বসানো হলে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ব্যাহত হবে।”

সভায় বক্তারা দ্রুত এনামুল হককে অপসারণের দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর