
বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স এন্ড এক্সেসরিজ সাপ্লাইয়ার্স এসোসিয়েশন (বারেসাএসাএ)-এর ২০২৫-২০২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার (৩০ আগস্ট) হালিশহরের প্রিন্স অফ চিটাগাং কমিউনিটি কমপ্লেক্সে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
এ নির্বাচনে ৩৪১ জন ভোটারের মধ্যে বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন। ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে পরিচালিত হয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হাসান তুরান।

প্রকাশিত ফলাফলে ১১ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। নির্বাচিত প্রার্থীরা হলেনঃ
১. শাহিন হোসেন (ব্যালট নং ১১৪) — ২২৩ ভোট
২. আনোয়ার হোসেন পাটোয়ারি বাবুল (ব্যালট নং ১১৭) — ২১৯ ভোট
৩. আরিফুর রহমান (ব্যালট নং ১২৪) — ২০৭ ভোট
৪. মাসুদ হোসেন (ব্যালট নং ১১৬) — ২০০ ভোট
৫. জাহিদুল হক জাহিদ (ব্যালট নং ১২১) — ১৯১ ভোট
৬. জাকির হোসেন (ব্যালট নং ১১১) — ১৮৮ ভোট
৭. ফেরদৌস হুদা চৌধুরী (ব্যালট নং ১২৬) — ১৮২ ভোট
৮. এনায়েত কবির (ব্যালট নং ১১৫) — ১৮১ ভোট
৯. এ কে এম মাহফুজুর রহমান পিপলু (ব্যালট নং ১২০) — ১৮১ ভোট
১০. খন্দকার তারিকুল ইসলাম (ব্যালট নং ১২৫) — ১৬৭ ভোট
১১. মঈনুল আহসান রাসেল (ব্যালট নং ১১৮) — ১৫৮ ভোট
নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং সুসংগঠিত ভোটগ্রহণ প্রক্রিয়ার কারণে নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এটি সংগঠনের জন্য একটি গর্বের দিন।”
উল্লেখ্য, বারেসাএসাএ-এর সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২২ সালের ৫ নভেম্বর। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে নির্ধারিত সময়ে নির্বাচন সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে এই দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
নতুন নির্বাচিত প্রতিনিধিরা আগামী দুই বছরের জন্য সংগঠন পরিচালনার দায়িত্ব পালন করবেন এবং সংগঠনের উন্নয়ন ও সদস্যদের স্বার্থ সুরক্ষায় কাজ করবেন।