বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

“ইয়া নবী সালাম আলাইকা”: আবৃত্তি ও নাতে মুগ্ধ দর্শক-শ্রোতা

বার্তা টুডে ডেস্ক
  • শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮

ধর্মীয় ভাবাবেগ, কাব্যিক উচ্চারণ ও নাতের সুরে এক অপূর্ব পরিবেশে অনুষ্ঠিত হলো অনুস্বার কালচারাল স্কুল আয়োজিত আবৃত্তি ও নাত সন্ধ্যা “ইয়া নবী সালাম আলাইকা”। শুক্রবার রাতে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে দর্শক-শ্রোতার হৃদয়ে ছড়িয়ে পড়ে রাসূলপ্রেম, নৈতিকতার আহ্বান এবং শিল্পের মর্মস্পর্শী আবেদন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অনুস্বার কালচারাল স্কুলের পরিচালক ও আবৃত্তিশিল্পী শাওকী ইবনে সাফওয়ান। স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট বাচিকশিল্পী ও প্রশিক্ষক রাশেদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও কথাসাহিত্যিক আরমানউজ্জামান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. আজিজুল হক, কলামিস্ট ও টিভি উপস্থাপক মাওলানা মনিরুল ইসলাম রফিক, বিশিষ্ট ব্যাংকার মুহাম্মদ আখতারুজ্জামান এবং কবি ও সম্পাদক মাঈনউদ্দীন জাহেদ।

বক্তারা বলেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের হৃদয়ে রাসূলপ্রেম, নৈতিকতার শিক্ষা ও ধর্মীয় চেতনা জাগ্রত করতে সহায়ক হবে। তাঁরা অনুস্বার কালচারাল স্কুলের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন সাইমুম মুরতাজা, তানভীর সিকদার, গিয়াস উদ্দিন, ইসলামুল হক তুষার, জাহেদুল ইসলাম ও মোসলেহ মহসিন। নাত পরিবেশন করেন আসমা তাহসিন, আরিবা বিনতে আজিজ, আমিমা হক, মারিয়া, মুনতাসির, ইমদাদুল হক, এম. জি. মোস্তফা এবং রাশেদুল ইসলাম।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল রাশেদুল ইসলামের পরিকল্পনা ও শাওকী ইবনে সাফওয়ানের নির্দেশনায় শিক্ষার্থীদের সমবেত আবৃত্তি “রাসুল তুমি আলোক শিখা”

মহানবীর জীবনভিত্তিক আলোচনা, আবৃত্তি ও সুরের সম্মিলিত পরিবেশনা দর্শকদের আবেগাপ্লুত করে। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই তরুণ প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক চেতনায় উজ্জীবিত করতে এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর