বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন

চট্টগ্রামে কমিউনিটি সেন্টার ও কনভেনশন হলে ভাড়া নৈরাজ্যে ক্যাবের উদ্বেগ

বার্তা টুডে ডেস্ক
  • বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৭৭

চট্টগ্রাম নগরীতে কমিউনিটি সেন্টার ও কনভেনশন হল ভাড়া, খাবার সরবরাহ, সাজসজ্জা ও ইভেন্ট ম্যানেজমেন্টের নামে দীর্ঘদিন ধরে চলছে চরম নৈরাজ্য। বিশেষ করে বিয়ে-শাদি ও সামাজিক-ধর্মীয় অনুষ্ঠানের মৌসুমে এই খরচ কয়েকগুণ বেড়ে যায়। এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও নগর কমিটি।

ক্যাবের এক বিবৃতিতে জানানো হয়, চট্টগ্রামে কোনো অনুষ্ঠান আয়োজন করতে হলে ন্যূনতম ৩০০ অতিথির জন্য লাখ টাকার নিচে কোনো কমিউনিটি সেন্টার ভাড়া পাওয়া যায় না। বড় আকারের আয়োজনের ক্ষেত্রে ভাড়া দাঁড়ায় ৫-৭ লাখ টাকায়। শুধু ভাড়া নয়, বাড়তি হিসেবে চাপিয়ে দেওয়া হয় সাজসজ্জা, এলইডি, ভিডিওগ্রাফি, লাইট, ফ্যান এমনকি চেয়ারের ভাড়াও। খাবারের ক্ষেত্রে অধিকাংশ কনভেনশন হলে নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকেই কিনতে হয়, যা নিজস্ব ব্যবস্থাপনায় রান্নার চেয়ে কয়েকগুণ বেশি দামে পড়ে।

ক্যাব নেতারা অভিযোগ করেন, হিন্দু ধর্মালম্বীদের বিয়ের লগ্ন ঘিরে এসব খরচ বেড়ে যায় ৩ থেকে ৫ গুণ পর্যন্ত। ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। তাছাড়া অনুষ্ঠান চলাকালে কমিউনিটি সেন্টারের আশপাশে প্রচণ্ড যানজট তৈরি হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয় না।

বিবৃতিতে আরও বলা হয়, কমিউনিটি সেন্টারগুলোর মালিকরা অতিথি সংখ্যা অনুযায়ী কড়ায়গণ্ডায় বিল আদায় করলেও সরকারের কাছে ভ্যাট ফাঁকি দেয়। তারা ভ্যাট কর্মকর্তাদের ম্যানেজ করে নামমাত্র অর্থ প্রদর্শন করে। এছাড়া খাবার তৈরিতে মানহীন ঘি, সুগন্ধিযুক্ত কেমিকেল, রঙসহ নানারকম ক্ষতিকর উপাদান ব্যবহার করা হয়, অথচ কোনো সরকারি সংস্থার সঠিক তদারকি নেই।

ক্যাব নেতারা অভিযোগ করেন, বছরের পর বছর ধরে এসব নীরব নৈরাজ্য চললেও সিটি করপোরেশন, জেলা প্রশাসন কিংবা বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো নজরদারি নেই। ফলে ব্যবসায়ীরা গ্রাহকের কাছ থেকে গলাকাটা বিল আদায় করে আসছেন।

এ পরিস্থিতি নিরসনে ক্যাবের পক্ষ থেকে কমিউনিটি সেন্টার ও কনভেনশন হলের ভাড়া ও সংশ্লিষ্ট খরচ সরকারিভাবে নির্ধারণ এবং জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের তদারকি জোরদারের দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে স্বাক্ষর করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ম সম্পাদক মো. সেলিম জাহাঙ্গীর, দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব আবুদল মান্নান, যুব ক্যাব মহানগর সভাপতি আবু হানিফ নোমান, পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ চট্টগ্রামের সভাপতি কলামিস্ট মুসা খান, সদস্য সচিব আবু মোশারফ রাসেল ও যুগ্ম সদস্য সচিব সাঈদুর রহমান মিন্টু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর