চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচনে সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক এবং সহ সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেছে সাহিত্য সংগঠন “চবিয়ান পাঠচক্র”।
শনিবার (১১ অক্টোবর ২০২৫) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রচার সম্পাদক আজিজুর রহমান আব্দুল্লাহ। এতে ছাত্রদল, ছাত্রশিবির, বামজোটসহ স্বতন্ত্র প্রার্থীরা অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল মনোনীত সহ সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী শহীদুল কায়সার, ছাত্রশিবির মনোনীত সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী হারেজুল ইসলাম (হারেস মাতাব্বর), সহ সম্পাদক পদপ্রার্থী জিহাদ হোসাইন (জিহাদ আহনাফ), বিনির্মাণ শিক্ষার্থী ঐক্যের রানা কান্তি দাশ, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের ওয়ালিদুর রহমান রাফিজসহ অন্যান্য প্রার্থীরা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মো. রাফছান, মো. নিয়াজ মাখদুম, মো. মোজাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম সজল, মুহাম্মদ নাঈম উদ্দীন, অন্তর মণ্ডল, সিয়াম আল ইহসান, পার্থ চৌধুরী (পার্থ দিবস চৌধুরী), আরাফাত ইসলাম রিফাত, তানজির রহমান, সানোয়ার আলম শিহাব, মনষা ত্রিপুরা ও জাহেদুল ইসলাম জিকু।
মতবিনিময়ে ছাত্রদল প্রার্থী শহীদুল কায়সার বলেন, “ছাত্ররা যাকে প্রতিনিধি হিসেবে যোগ্য মনে করবে, তিনিই নির্বাচিত হবেন। তবে নির্বাচিত যেই হোক, আমি সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা নিয়ে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।”
ছাত্রশিবির প্রার্থী হারেজুল ইসলাম বলেন, “আমরা সবাই নির্বাচিত হবো না, কিন্তু যারা নির্বাচিত হবেন তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরতে এবং ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন রোধে আমরা একসাথে থাকবো, ইনশাআল্লাহ।”
শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর হলের প্রার্থী মনষা ত্রিপুরা বলেন, “সবাই একসাথে আলোচনায় বসতে পেরে মনে হচ্ছে, আমরা যেন ইতোমধ্যে নির্বাচিত হয়ে চাকসুর সাংস্কৃতিক কার্যক্রম শুরু করে দিয়েছি।”
সভায় বক্তারা বলেন, সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, মুক্তচিন্তা ও ঐক্যের সংস্কৃতি গড়ে তুলতে হবে। তারা বিশ্ববিদ্যালয়কে সাহিত্য-সংস্কৃতির প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।