সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির অন্যতম সংগঠন চট্টগ্রাম সমিতি ইউএই-এর নতুন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি নেতা আলহাজ্ব ইয়াকুব সৈনিক। সম্প্রতি সংগঠনের সংশ্লিষ্ট পর্যায়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
দীর্ঘদিন ধরে তিনি ইউএই-তে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে, অধিকার আদায়ে ও চট্টগ্রামের সাংস্কৃতিক-ঐতিহ্যগত বন্ধনকে প্রবাস ভূমিতে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে আসছেন। সামাজিক সেবা, মানবিক সহযোগিতা, শিক্ষা ও চিকিৎসাসহ প্রবাসী জীবনের নানা সমস্যায় তার সক্রিয় ভূমিকা স্থানীয় কমিউনিটিতে বিশেষভাবে প্রশংসিত।
নতুন দায়িত্ব পাওয়া প্রসঙ্গে সংশ্লিষ্টরা মনে করছেন, আলহাজ্ব ইয়াকুব সৈনিকের গতিশীল নেতৃত্ব, সংগঠন পরিচালনায় অভিজ্ঞতা এবং প্রবাসী সমাজে গ্রহণযোগ্যতাকে সংগঠন আরও সুসংহতভাবে কাজে লাগাতে পারবে। তার নেতৃত্বে চট্টগ্রাম সমিতি ইউএই আরও সংগঠিত হবে এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে নীতি-নির্ভর ও ফলপ্রসূ উদ্যোগ দেখা যাবে বলেও অভিমত দিয়েছেন অনেকে।
আহ্বায়ক নির্বাচিত হওয়ায় প্রবাসীদের পক্ষ থেকেও অভিনন্দন ও শুভেচ্ছার পাশাপাশি—চট্টগ্রামের সুনাম বজায় রেখে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।