
সোনালী ব্যাংক পিএলসি–তে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন জিয়া পরিষদের বৃহত্তর চট্টগ্রাম জেলা ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। গত ২১ সেপ্টেম্বর জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা ও সাধারণ সম্পাদক এস. এম. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে দুই বছর মেয়াদি এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবঘোষিত ৩৭ সদস্যের এ কমিটিতে সোনালী ব্যাংক পিএলসি জিএমও (সাউথ)–এর প্রকৌশলী মো. রাশেদুল ইসলামকে সভাপতি ও আগ্রাবাদ করপোরেট শাখার অফিসার (ক্যাশ) মো. নুর উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় সভাপতি সুভাষ চন্দ্র চাকমা।
কমিটির অন্য পদাধিকারীরা হলেন—
সিনিয়র সহসভাপতি: মো. ইউসুফ রেজা মিন্টু (অফিসার, ক্যাশ, কাস্টম হাউস শাখা)
সহসভাপতি: প্রকৌশলী একরামুল হক (এসপিও), এ. এইচ. এম. শাহাদুল্লাহ (এসপিও), মো. জাকারিয়া (এসপিও), মো. আব্দুর রব সোহাগ (এসপিও), মাসুদ বিন জাফর (এসপিও) ও মো. মোস্তাফিজুর রহমান (পিও)।
সাংগঠনিক সম্পাদক: মো. জাফর আহমেদ (এসও, ক্যাশ)
সিনিয়র যুগ্ম সম্পাদক: মোহাম্মদ সফিউল্লাহ (অফিসার, ক্যাশ) যুগ্ম সম্পাদক: টিটু সূত্রধর (এসও)।
সহসাধারণ সম্পাদক: মো. ইয়াছির আরাফাত (পিও), মো. খায়রুল আলম (পিও), মো. মুসা (অফিসার, ক্যাশ), গোলাম রাব্বী (এসও)
সহসাংগঠনিক সম্পাদক: তন্ময় সরকার (এসও), বিজয় বিহারী বাজপেয়ী (অফিসার)।
দপ্তর সম্পাদক: মো. শহিদুল ইসলাম (অফিসার, ক্যাশ)
এ ছাড়া কমিটিতে রয়েছেন—
তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মো. মঞ্জুর মোর্শেদ (অফিসার)
ক্রীড়া সম্পাদক: আলমগীর মো. নোমান চৌধুরী (অফিসার, ক্যাশ)
মহিলা বিষয়ক সম্পাদক: কাওসার জোহরা (পিও)
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: আসিফ উল হাকিম (এসও)
অর্থ সম্পাদক: সাইফুল আলম সিকদার (এসও)
প্রচার সম্পাদক: মো. খুরশিদ আলম (পিও)
সাংস্কৃতিক সম্পাদক: আহমেদ হোসাইন (এসও)
সমাজসেবা সম্পাদক: মঞ্জুর মোর্শেদ (অফিসার, ক্যাশ)
আইন বিষয়ক সম্পাদক: মো. জসিম উদ্দিন (এসও)।
সদস্য: মোহাম্মদ রফিক (অফিসার, ক্যাশ), আবদুস সাত্তার (অফিসার, ক্যাশ), জয়ন্ত ভৌমিক (পিও) ও আলী হায়দার চৌধুরী (অফিসার, ক্যাশ)।