মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

৩৬ বছর পর নির্বাচিত চাকসু–হল সংসদের প্রতিনিধিদের শপথ নিলেন

বার্তা টুডে ডেস্ক
  • শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১১৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ এ নির্বাচিত প্রতিনিধিদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১২টায় সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে এ শপথ অনুষ্ঠান হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় চাকসুতে নির্বাচিত প্রতিনিধিদের শপথ পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসুর সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। শপথ অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ও চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন।

১৪টি হল সংসদের শপথ করান সংশ্লিষ্ট হলের প্রভোস্টবৃন্দ। শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের প্রতিনিধিদের শপথ করান সংশ্লিষ্ট ওয়ার্ডেন সুব্রত দাশ।

উপাচার্য বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর সফলভাবে চাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে—এ কৃতিত্ব শিক্ষার্থীদের।” তিনি জানান, গণঅভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণের পরপরই মেগা সমাবর্তন ও চাকসু নির্বাচন সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয় ‘সেবামূলক দায়িত্ব’ পালনে অগ্রাধিকার দেখিয়েছে।

বিশেষ অতিথি শামীম উদ্দিন খান প্রতিনিধিদের যৌক্তিক দাবি উপস্থাপনের আহ্বান জানান। প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মনির উদ্দিন বলেন, “চাকসু নির্বাচন দীর্ঘ অচলায়তন ভেঙেছে।”

সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, “৩৬ বছর পর শিক্ষার্থীদের বিশ্বাস আদায়ে প্রশাসন সফল হয়েছে। আজকের শপথ হোক ‘চাকসু টু বাংলাদেশ বিনির্মাণ’ স্লোগানে।”

এছাড়া সাবেক ভিপি-জিএসরা, নবনির্বাচিত ভিপি ইব্রাহীম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক শুভেচ্ছা বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের অধিকার ও জাতীয় নেতৃত্ব গঠনে চাকসুর ভূমিকা জোর দিয়ে তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠানের শুরুতে ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় সঙ্গীত, নির্বাচিত প্রতিনিধিদের গেজেট হস্তান্তর এবং সঞ্চালনায় জড়িত শিক্ষক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনারবৃন্দ, রিটার্নিং অফিসার, ডিন, প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর