মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন

“ধানের শীষের বিকল্প নেই” — বাকলিয়ায় বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিতে আবুল হাশেমের বার্তা

বার্তা টুডে ডেস্ক
  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৫৩

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বুধবার (২৯ অক্টোবর) বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আসছি। এখন আমাদের একটাই লক্ষ্য — একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন। ছোটখাটো অজুহাতে নির্বাচন পেছানোর চেষ্টা করা হচ্ছে, যারা ষড়যন্ত্র করছে, তাদের অভ্যাসই ষড়যন্ত্র করা। দেশের অগ্রযাত্রা রোধ করা এই ধরনের ষড়যন্ত্র সহ্য করা হবে না।”

তিনি আরও বলেন, “ড. ইউনূস ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সময় মতো নির্বাচন অনুষ্ঠিত হওয়া অত্যাবশ্যক। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির ৩১ দফা কর্মসূচি সময়ের দাবি। ধানের শীষের বিকল্প নেই এবং আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য সকলকে সক্রিয়ভাবে কাজ করতে হবে।”

এদিন কালামিয়া বাজার ইপিক টাওয়ার এলাকায় বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণের সময় আবুল হাশেম বক্কর নেতাকর্মীদের সঙ্গে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী আসু, সহ ছাত্র বিষয়ক সম্পাদক ইউনুছ চৌধুরী হাকিম, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মো. জসিম উদ্দিন, সালাউদ্দিন বাসু, শাহীন আলম, মো. জাকির হোসেন, দুলাল সওদাগর, যুবদল নেতা মো. রাশেদ, মো. টিপু, মো. আলাউদ্দিন, মো. মহিউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর