সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

ষোল বছর পর ভোটের আশা ভেস্তে গেল—দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান সম্মিলিত পরিষদের

জাহাঙ্গীর আলম
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২০৩

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) ২০২৫–২০২৭ মেয়াদের নির্বাচন সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এ পরিস্থিতিতে নির্বাচন দ্রুত সম্পন্নের দাবি জানিয়েছে ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে নগরীর একটি হোটেলে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহজাহান মহিউদ্দিন এবং প্যানেল লিডার এস. এম. নূরুল হক

বক্তারা বলেন, চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ দীর্ঘ ১৬ বছর পর একটি গণতান্ত্রিক ও প্রতিযোগিতামূলক নির্বাচনের প্রত্যাশায় ছিল। কিন্তু স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রে সেই নির্বাচন স্থগিত হওয়ায় ব্যবসায়ীরা হতাশ ও বঞ্চিত হয়েছেন।

শাহজাহান মহিউদ্দিন বলেন, “আমরা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছিলাম যাতে অবৈধ ট্রেড ও টাউন গ্রুপের ছয়জন প্রার্থীর প্রার্থীতা বাতিল হয়। হাইকোর্ট আমাদের আবেদন মঞ্জুর করে ওই ছয়জনের প্রার্থীতা স্থগিত করেন এবং ২২ অক্টোবর এসোসিয়েট গ্রুপের ৬টি ও অডিনারি গ্রুপের ১২টি—মোট ১৮টি পদে নির্বাচন আয়োজনের নির্দেশ দেন।”

তিনি আরও বলেন, “আমাদের প্রতিপক্ষ উক্ত অবৈধ গ্রুপকে পুনর্বহালের জন্য চেম্বার জজ আদালত ও সুপ্রিম কোর্টে আবেদন করেও ব্যর্থ হয়। পরে তারা নির্বাচন স্থগিতের আবেদন করলে সুপ্রিম কোর্ট আগামী দুই সপ্তাহের জন্য নির্বাচন স্থগিতাদেশ দেন।”

প্যানেল লিডার এস. এম. নূরুল হক বলেন, “চট্টগ্রামের ব্যবসায়ীরা আজ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই—হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অবৈধ ট্রেড ও টাউন গ্রুপের ছয়জন প্রার্থীর প্রার্থীতা বাতিল কার্যকর করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, যাতে ব্যবসায়ীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অডিনারি গ্রুপের প্রার্থী আহমদুল আলম চৌধুরী রাসেল, এমাদ এরশাদ, জসিম উদ্দীন চৌধুরী, কাজী এমরান, মো. আবছার হোসেন, আরিফ হোসেন, হুমায়ুন কবির পাটোয়ারী, এ. টি. এম. রেজাউল করিম, আহমেদ রশিদ আমু, আজিজুল হক, মো. রাশেদ আলী ও মো. মুছা।

এছাড়া এসোসিয়েট গ্রুপ থেকে উপস্থিত ছিলেন এস. এম. কামাল উদ্দীন, কামরুল হুদা, মো. আইয়ুব, রফিকুল ইসলাম ও মোস্তাক আহমদ চৌধুরী।

সংবাদ সম্মেলনের বক্তারা চট্টগ্রাম চেম্বারের নির্বাচন যেন বিলম্বিত না হয় এবং কোনো অবৈধ গোষ্ঠী যাতে নেতৃত্বে আসীন হতে না পারে—সেই বিষয়ে সরকারের তাৎক্ষণিক পদক্ষেপ কামনা করেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর