
চট্টগ্রাম নগরীর মোহরা পাইলট একাডেমীর উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শুক্রবার (৩১ অক্টোবর) সারাদিনব্যাপী মোহরা ওয়ার্ড কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন একাডেমীর উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষানুরাগী ফরিদ আহমদ মেম্বার। প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত বাড়ৈ এবং প্রধান বক্তা ছিলেন আল আকসা একাডেমীর পরিচালক, মোহরা পাইলট একাডেমীর উপদেষ্টা ও পশ্চিম মোহরা বায়তুস সালাম জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মোরশেদুল ইসলাম আল কাদেরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহরা পাইলট একাডেমীর পরিচালক, অধ্যক্ষ ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দেদুল বড়ুয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিকিৎসক ও সমাজসেবক মো. শাহজাহান, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কাজী সরোয়ার খান মনজু, মোহরা পাইলট একাডেমীর উপদেষ্টা ও চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হোসাইন মো. মাসুম, একাডেমির উপদেষ্টা মো. শওকত হোসেন, সমাজসেবক মো. বখতেয়ার শরীফ এবং অভিভাবক প্রতিনিধি মিসেস আসমা বেগম।
শিক্ষক আয়শা আক্তার ও অথৈ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক নাতাশা মহাজন, সেতু আক্তার, আখি দাশ, সোমা আক্তার, কাঞ্চন বড়ুয়া হৃদয়, তৌহিদুল ইসলাম এবং শিক্ষার্থী মোহাম্মদ সানজিদ ও সুমাইয়া নুসরাত প্রমুখ।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও মনোজ্ঞ উপস্থাপনার মাধ্যমে অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শিক্ষাঙ্গনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। নৈতিক শিক্ষা ও সুশিক্ষার আলোয় সমাজকে আলোকিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।