বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাতে অনাগ্রহ বিসিবির

বার্তা টুডে ডেস্ক
  • রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৮

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠানো সম্ভব নয় বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে টুর্নামেন্টের ভেন্যু পরিবর্তনের দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে ই-মেইল পাঠিয়েছে বিসিবি।

সোমবার (৪ জানুয়ারি) বিসিবির জরুরি বোর্ড সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বোর্ড সদস্যরা বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বিষয়টি আইসিসিকে অবহিত করার সিদ্ধান্ত নেন।

এর আগে, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে বিসিবি। ঘোষিত দলে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র। তার পরিবর্তে উইকেটের পেছনে লিটন কুমার দাসের সঙ্গী হিসেবে দলে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে। একই সঙ্গে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে জাকের আলী অনিককে।

ঘোষিত স্কোয়াডে লিটন কুমার দাসকে অধিনায়ক এবং সাইফ হাসানকে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দলে জায়গা পেয়েছেন একাধিক অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটার, যাদের ওপর ভর করেই বিশ্বকাপে ভালো করার আশা করছিল বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মো. সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম।

আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। সূচি অনুযায়ী, টুর্নামেন্টের প্রথম দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা ছিল। তবে বিসিবির সাম্প্রতিক সিদ্ধান্ত ও আইসিসিকে পাঠানো চিঠির পর টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ এবং ভেন্যু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ বিষয়ে আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ ক্রিকেটপ্রেমীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর