
রেলসেবা উন্নয়ন ও চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন দুই দিনের সরকারি সফরে চট্টগ্রাম ও কক্সবাজারে অবস্থান করছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) থেকে আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) পর্যন্ত এ সফর চলবে।
সফরের প্রথম দিন সকালে বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) মহাব্যবস্থাপক কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) কবির আহামদ।

সভায় রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রধানগণ অংশগ্রহণ করেন। আলোচনায় রেলওয়ের চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, রেলপথের নিরাপত্তা, যাত্রীসেবা উন্নয়ন, কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় উঠে আসে। মহাপরিচালক সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং রেলওয়ে ব্যবস্থাপনা আরও আধুনিক ও জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভা শেষে মহাপরিচালক মোঃ আফজাল হোসেন ও পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব কবির আহামদ পাহাড়তলী ক্যারেজ অ্যান্ড ওয়াগন ওয়ার্কশপ, ডিজেল শপ এবং লোকসেড পরিদর্শন করেন। এ সময় তারা মেরামত, রক্ষণাবেক্ষণ ও উৎপাদন কার্যক্রমের অগ্রগতি প্রত্যক্ষ করেন এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে মহাপরিচালক রেলওয়ে ট্রেনিং একাডেমি (আরটিএ) পরিদর্শন করেন। সেখানে তিনি প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের জন্য আধুনিক সুবিধা ও কর্মপরিবেশ আরও উন্নত করার নির্দেশনা দেন।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের এই সফর রেলওয়ের চলমান প্রকল্পগুলোর বাস্তবায়নে গতি আনবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) তিনি কক্সবাজার রেলস্টেশন ও দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের বিভিন্ন অংশ পরিদর্শন করবেন বলে জানা গেছে।