
চট্টগ্রামের পটিয়ায় আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সংবর্ধনা অনুষ্ঠান।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ৩ টায় আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।
উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এটিএম তোহার সঞ্চালনায় সংবর্ধিত অতিথি ছিলেন, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ রুহুল কুদ্দুস।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক পিযুষ কান্তি পাল, শিক্ষক আব্দুল মোতালেব, মাওলানা মাহবুবুর রহমান,এইচএম,রহমান, সরজিত দাশ, শাহনাজ বেগম, নুরুল আবচার, মো শরীফ, মো: ইউসুফ প্রমুখ।