
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৫ জুলাই) আছরের নামাজের পর হযরত শাহ্ আমিনুল্লাহ (র.) মাজার প্রাঙ্গণে চন্দনাইশ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ইখতিয়ার হোসেন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুর আলম তালুকদার, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম শহীদ, অলি হোসেন মুন্সি, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আবু ছালেক, হাবিবুর রহমান, মুজিবুর রহমান, নাজিম উদ্দিন, সেলিম উদ্দিন, সায়েম সেলিম, পৌরসভা যুবদলের আহ্বায়ক আজম খান, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহাবুবুল করিম সোহেল এবং পৌরসভা বিএনপির নেতা শওকত হোসেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন—
সাদ্দাম হোসেন, সেলিম আল দ্বীন, আবদুল মান্নান, মোনায়েম খান, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, আকবর, মো. আসাদ, মিজানুর রহমান, সরোয়ার হোসেন, তসলিম উদ্দিন, আবু সিদ্দিক, ফোরকান, শাহাদাত হোসেন, মো. সোহলে, ইউসুফ, আব্দুল মান্নান, আবদুর রহিম, আলী আজগর, হাসান মুরাদ, কাজী বাদশা, মো. আরজু, হাসান, এরফান চৌধুরী, জাভেদ চৌধুরী রহিম, হাসান, সেলিম উদ্দিন, আশিকুর রহমান, ফোরকান, বশির, তারিফ, সাকিব, ইমন, রাসেল, সোহেল প্রমুখ।
দোয়া মাহফিলে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।