
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ইঞ্জিনিয়ার আলহাজ্ব এল কে সিদ্দিকীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক লায়ন মো. আসলাম চৌধুরী এফসিএ।
শুক্রবার (১ আগস্ট) বাদে জুমা, সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমত নগরের পারিবারিক কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক আসলাম চৌধুরী বলেন,
এ সময় উপস্থিত ছিলেন—সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, পৌর বিএনপির সাবেক সভাপতি ইউসুফ নিজামী, সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দিন আশরাফ, আরঙ্গজেব মোস্তফা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী, শাহাবুদ্দিন রাজু, মো. জাফর ভূঁইয়া, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম, সালামত উল্লাহ, আকবর হোসেন, সরোয়ার কামাল, মোরসালিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এল কে সিদ্দিকীর মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও স্মরণে আয়োজিত এ কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশ দেখা যায়।