
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “আসন্ন জাতীয় নির্বাচন কেবল একটি ভোটের লড়াই নয়—এটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একটি বড় চ্যালেঞ্জ।”
তিনি বলেন, “বাংলাদেশ আজ গভীর সংকটে। এই মুহূর্তে শুধু জামায়াত ও ছাত্রশিবির নয়, দেশের প্রতিটি সচেতন নাগরিককে ঐক্যবদ্ধভাবে জাতীয় স্বার্থে এগিয়ে আসতে হবে। যারা দেশের স্বাধীনতা বিপন্ন করতে চায়, তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
শুক্রবার (১ আগস্ট) দুপুরে সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাউদ্দিন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোঃ জাবেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি আসিফ উল্লাহ আরমান, উপজেলা কর্ম পরিষদ সদস্য রফিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।
সভায় দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয় এবং আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী কর্মকৌশল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।