
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর, বর্ষীয়ান ইসলামি চিন্তাবিদ ও মানবতার পক্ষে সংগ্রামী নেতা ডা. শফিকুর রহমানের দ্রুত রোগমুক্তি কামনায় চট্টগ্রামের লোহাগাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের একটি মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করে লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমির ড. মাওলানা হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান,বড়হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মো. জুনায়েদ চৌধুরী।
দোয়ার আগে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি শাহজাহান চৌধুরী বলেন, “আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান শুধু একটি দলের নেতা নন, তিনি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের এক অগ্রদূত। ইনসাফ প্রতিষ্ঠা ও মানবতার মুক্তির সংগ্রামে তিনি আমৃত্যু নিবেদিত। তাঁর রোগমুক্তি আজ শুধু জামায়াতের জন্য নয়, বরং পুরো জাতির জন্য একান্ত কাম্য।”
তিনি আরও বলেন, “আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই— আসুন, আমরা সবাই মহান আল্লাহর দরবারে এই মহান নেতার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য হাত তুলে দোয়া করি।”
বক্তারা বলেন, “নিপীড়িত মানুষের পাশে থাকা এই মানুষটির সুস্থতা কামনা করা আমাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব।”
পরিশেষে কান্নাভেজা কণ্ঠে মুনাজাতের মাধ্যমে আমীরে জামায়াতের দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও নিরাপত্তা কামনা করা হয়।