
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আলম মঞ্জুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
বুধবার (১৩ আগষ্ট) আনোয়ারা উপজেলার বৈরাগে মরহুমের কবরে দোয়া-মাহফিল ও কবর জিয়ারত করেন স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ। এদিন সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা মঞ্জুর আলম মঞ্জুরের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
মঞ্জুর আলম মঞ্জু স্মৃতি সংসদের সদস্য ও আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ আবদুল হামিদ তালুকদার জানান, মঞ্জু ভাইয়ের মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। মঞ্জু ভাইয়ের শূন্যতা কখনো পূরণের নয়।
মঞ্জুর আলম মঞ্জু ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর এবং তরুণ রাজনীতিবিদদের জন্য অনুপ্রেরণার উৎস।
তিনি দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন এবং শহীদ জিয়ার আদর্শের সৈনিক ছিলেন। মঞ্জু ভাই দলের দুঃসময়ের একনিষ্ঠ খাঁটি কর্মী এবং নিজের স্বার্থের চেয়ে দল ও মানুষের স্বার্থকে বড় করে দেখেছেন। রাজনীতিতে তিনি সততা, ত্যাগ ও সাহসিকতার অনন্য উদাহরণ স্থাপন করেছেন। তার রাজনীতি ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। তার জীবন ও ত্যাগ আজো সবাইকে অনুপ্রাণিত করছে।
তিনি ন্যায় ও সত্যের প্রতি অটল ছিলেন।দোয়া করি, আল্লাহ যেন মঞ্জু ভাইকে জান্নাতুল ফৈরদৌস দান করেন।