
চট্টগ্রামের সাতকানিয়ায় মামলা রুজু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার ও চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র) আনোয়ার হোসেন পাটোয়ারী সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮ টার দিকে কক্সবাজার জেলার টেকনাফ থেকে গাড়িটি জব্দ ও চোরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ ফয়সাল (৩৫) সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের হরিণতোয়া এলাকার দিল মোহাম্মদের ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, মামলা হওয়ার পর থানার একটি টিম অভিযানে নামে। তথ্য ও প্রযুক্তির সহায়তায় চোরের অবস্থান টেকনাফ উপজেলায় নিশ্চিত করে এরপর সেখান থেকে মোটরসাইকেলসহ চোরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।