রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন

শুভেচ্ছা সফরে রাশিয়ার নৌবাহিনী বাংলাদেশে

বার্তা টুডে ডেস্ক
  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৭

বাংলাদেশে পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে রাশিয়ার নৌবাহিনী জাহাজ ১৭ নভেম্বর (সোমবার) ‘গ্রিমিয়াশ্চি’ (GREMYASHCHY)। চট্টগ্রাম বন্দরে আগমনের পর কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর ব্যান্ড ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে।

শুভেচ্ছা সফরে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মিলিটারি অ্যাটাশেসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাগণ। জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর ‘বানৌজা ওমর ফারুক’ জাহাজ তাদের অভ্যর্থনা জানায়।

সফরকালে জাহাজের অধিনায়ক ও রাশিয়ার মিলিটারি অ্যাটাশেসহ প্রতিনিধি দল চট্টগ্রাম নৌ অঞ্চল, বিএন ফ্লিট, এলাকা সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও তারা বাংলাদেশ নেভাল একাডেমিতে অবস্থিত রেডকিন পয়েন্ট, নৌবাহিনীর ঘাঁটি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিএন আশার আলো স্কুল, এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন।

পরিদর্শন শেষে রাশিয়ান জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি পরিদর্শন করবেন। এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় করার সুযোগ পাবেন। ইতিপূর্বেও রাশিয়ান নৌবাহিনী বাংলাদেশে একই ধরণের শুভেচ্ছা সফর করেছেন।

শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তারা পারস্পরিক সহযোগিতা, ভবিষ্যত প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের সুযোগ তৈরির পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা করা হচ্ছে। সফরের শেষে জাহাজটি ২১ নভেম্বর ২০২৫ বাংলাদেশ ত্যাগ করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর