
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিমানবন্দরের টারমিনাল ড্রাইভওয়েতে যাত্রী ব্যতীত সকল ধরনের দর্শনার্থী ও যানবাহনের প্রবেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) বিমানবন্দরের নিরাপত্তা কমিটির মাসিক সমন্বয় সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয়, প্রথম শ্রেণীর কেপিআই (Key Point Installation) প্রতিষ্ঠান হিসেবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিমানবন্দরে আগত যাত্রীবাহী সকল যানবাহনকে সরাসরি প্রধান পার্কিং অথবা কার্গো পার্কিং এলাকায় প্রবেশ করে যাত্রী ওঠানামা সম্পন্ন করতে হবে। টারমিনাল ড্রাইভওয়েতে কোনো অবস্থাতেই যাত্রী ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না।
এছাড়া যাত্রী নামিয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রধান পার্কিং এলাকায় প্রবেশকারী যানবাহনের কাছ থেকে আপাতত কোনো ধরনের পার্কিং টোল আদায় করা হবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের ক্ষেত্রেও নতুন করে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ (ভিআইপি) এবং তাঁদের পরিবারবর্গ যাত্রী হিসেবে আগমন ও বহির্গমনকালে প্রয়োজনীয় প্রটোকল সম্পাদনের জন্য সর্বোচ্চ একজন অনুমোদিত ব্যক্তিকে সঙ্গে রাখতে পারবেন। তবে ওই ব্যক্তিকে অবশ্যই নির্ধারিত প্রটোকল পাস প্রদর্শন করে ভেতরে প্রবেশ করতে হবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীসেবার মান অক্ষুণ্ণ রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে যাত্রী, পরিবহন চালক এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।