
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তলসহ এক ডাকাত সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটক ডাকাতের নাম আব্দুল মান্নান ওরফে নুনাইয়া (৩২), সে মহেশখালীর কালারমারছড়া এলাকার বাসিন্দা।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক শাপলাপুরের জেএম ঘাট ঢালার মুখ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা গহিন পাহাড়ের দিকে পালিয়ে যায়। এ সময় ধাওয়া করে আব্দুল মান্নানকে আটক করা হয়।
তার কাছ থেকে উদ্ধার করা হয় পুলিশের লুট হওয়া একটি ৯ মি.মি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি তাজা গুলি। আটককৃত মান্নানের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানানো হয়েছে।
আটক ও জব্দকৃত আলামত সংক্রান্ত আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
তিনি আরও জানান, উপকূলীয় নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল অব্যাহত রেখেছে এবং ডাকাতি রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাবে।