মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন

সারাদেশে আজ থেকেই চিরুনি অভিযান শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২২৭

অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ করেছে সরকার। রোববার (১৩ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সারাদেশে আজ থেকেই চিরুনি অভিযান শুরু হচ্ছে।

তিনি বলেন, “খুন, ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক চোরাচালান, নারী নির্যাতনসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। তবে আজ থেকেই দেশজুড়ে বিশেষ চিরুনি অভিযান শুরু হচ্ছে। জনশৃঙ্খলা বিঘ্নকারী কোনো কার্যকলাপ বরদাশত করা হবে না।”

তিনি আরও বলেন, সরকার অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং জননিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না। জনগণের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “অপরাধ দমনে জনগণের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এদিকে পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার বিষয়ে উপদেষ্টা জানান, এই হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। কাউকে রাজনৈতিক বা অন্য কোনো পরিচয়ে ছাড় দেওয়া হবে না।”

স্বরাষ্ট্র উপদেষ্টার এই ঘোষণার মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুরক্ষিত রাখতে সরকারের কঠোর মনোভাব আবারও স্পষ্ট হলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর