বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন

চান্দগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা উদ্ধার: গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১০৩

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার আওতাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ভোররাতে পরিচালিত এক বিশেষ অভিযানে ১৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে পুলিশের সফলতা আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোমবার (১৪ জুলাই ) ভোর ৪টা ৪৫ মিনিটের সময় অফিসার ইনচার্জ (ওসি) চান্দগাঁও থানার নেতৃত্বে এসআই মো. মোস্তাফিজুর রহমান এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কাপ্তাই রাস্তার মাথা এলাকার হাজী বিরিয়ানি হোটেলের সামনের পাকা সড়ক থেকে দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের পরিচয়-

১. আব্দুস শুক্কুর (৩৩), পিতা- জাফর আলম, মাতা- মমতাজ বেগম, গ্রাম- ধয়া পালং, নয়াপাড়া, জাফরের বাড়ি, ৬নং ওয়ার্ড, খুনিয়া পালং ইউনিয়ন, থানা- রামু, জেলা- কক্সবাজার।

২. মো. জাফর হোসেন (২৬), পিতা- নুরুল আলম, মাতা- ছকিনা খাতুন, গ্রাম- গোয়ালিয়া পালং, নুরুল আলমের বাড়ি, ৮নং ওয়ার্ড, খুনিয়া পালং ইউনিয়ন, থানা- রামু, জেলা- কক্সবাজার।

বর্তমানে তারা চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন আবুল কলোনী, নোমান কলেজ সংলগ্ন এলাকায় বাস করছিলেন এবং সেখানে থেকেই মাদক ব্যবসার নেটওয়ার্ক চালিয়ে আসছিল বলে ধারণা করছে পুলিশ।

উদ্ধার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ –

তাদের হেফাজত থেকে ১৫৫০ (এক হাজার পাঁচশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষাধিক টাকা। এ ঘটনায় চান্দগাঁও থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর-১২, তারিখ- ১৪/০৭/২০২৫)। বর্তমানে আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ বলেন, “চট্টগ্রাম শহরকে মাদকমুক্ত রাখতে আমরা নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছি। এ ধরনের বড় মাদক উদ্ধারের ঘটনায় বোঝা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহের জন্য একটি সক্রিয় চক্র কাজ করছে। আমরা সেই চক্রের মূলহোতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর।”

পুলিশ সূত্রে জানা গেছে, এ ধরনের অভিযান আরও জোরদার করা হচ্ছে এবং গোপন তথ্যের ভিত্তিতে বিভিন্ন হটস্পটে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের উচ্চ পর্যায়ের নির্দেশনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর