মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

আনোয়ারায় পুলিশের অভিযান, অস্ত্র-গুলি নগদ টাকাসহ আটক ১

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৫২

 

চট্টগ্রামের আনোয়ারায় বরুমচড়া এলাকার পুকুরের ঘাটের নিচে পুলিশের অভিযানে বন্দুক, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং নগদ টাকা উদ্ধার। এ সময় আব্দুল মজিদ (৪২) নামে একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর ৬টায় বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম রেঞ্জারের বাড়ির একটি পুকুর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন- বরুমচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মুসলিম রেঞ্জারের বাড়ির মৃত হাজী মুসলিম আহমদ চৌধুরীর মোঃ আব্দুল মজিদ (৪২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুকুরে ঘাটের নিচ থেকে ১টি দেশীয় এলজি, ১টি তুর্কির তৈরি একনলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বরুমচড়া ইউনিয়নের এক ব্যক্তি নিজ বাড়িতে অস্ত্র তৈরি করে বিক্রি করে। পরে অভিযান চালিয়ে নিজ বাড়ির পুকুর ঘাটের নিচ থেকে অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধারসহ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর