
জুলাই আন্দোলনের প্রথম শহীদ ওয়াসিম আকরাম স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ ওয়াসিম আকরাম গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিজের রক্ত দিয়ে ইতিহাস রচনা করেছেন। তাঁর আত্মত্যাগ চট্টগ্রাম তথা সমগ্র বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “ওয়াসিম আকরাম কোনো চাকরিপ্রার্থীর আন্দোলনে নয়, বরং একটি ফ্যাসিবাদী সরকারের পতনের লক্ষ্যে আন্দোলনে অংশ নিয়েছিলেন। তাকে উপেক্ষা করার যে চক্রান্ত চলছে, তা অত্যন্ত দুঃখজনক।”

তিনি বলেন, “ওয়াসিম আকরাম একজন রাজনীতিক ও ছাত্রদল নেতা হিসেবে যে আত্মত্যাগ করেছেন, তা কোনো দলের একক কৃতিত্ব নয় বরং দেশের সকল গণতান্ত্রিক চেতনার ধারক মানুষের নিকট গর্বের বিষয়। আমরা তাঁর স্মৃতিকে অম্লান রাখতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি পার্ক এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি অংশ তাঁর নামে নামকরণ করেছি।”
অনুষ্ঠানে তিনি আরও বলেন, “আজকের এই দোয়া মাহফিল এবং এতিমদের খাদ্য বিতরণ শহীদদের প্রতি আমাদের সম্মান জানানোর পাশাপাশি সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।”
চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ছাত্রদলের সাবেক নেতাদের সংগঠন ‘সাবেক ছাত্রদল ফোরাম’ এ আয়োজন করে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে। সভাপতিত্ব করেন মো. কামরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন আবু বক্কর সিকদার ও ইয়াকুব আলী সিফাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, খোরশেদ আলম, মামুনুল ইসলাম হুমায়ুন এবং শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম।
বক্তব্য রাখেন ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, তাদের মধ্যে ছিলেন নজরুল ইসলাম, গিয়াস উদ্দিন আবিদ, আনোয়ার হোসেন, দিদারুল আলম, ঈমাম হোসেন আবির, শহীদুল্লাহ ফয়সাল, বোরহানুল হক, শরীফুল ইসলাম আবির, শোয়াইব, পারভেজ হাসান, তারেক হোসেন, শাউন, আরফাত, ইমরান, রাকিব, মিনার, তৌহিদ, মানিক, মোজাম্মেল হোসেন, শাকিল, জাহেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে শহীদ ওয়াসিম আকরামসহ সকল শহীদের রূহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয় এবং এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।