বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন

সাতকানিয়ায় চুনতিতে আন্তর্জাতিক ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সা.) মাহফিলের প্রস্তুতি সভা

মিজানুর রহমান রুবেল চট্টগ্রাম সাতকানিয়া
  • রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৫৩

চট্টগ্রামের সাতকানিয়ার উদ্যোগে লোহাগাড়া উপজেলার ঐতিহাসিক চুনতিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সা.) মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ মাহফিলের প্রবর্তক আধ্যাত্মিক সাধক হযরত শাহ সুফি হাফেজ আহমদ প্রকাশ শাহ সাহেব কেবলা (রহ.)।

শনিবার (৯ আগস্ট) বাদ মাগরিব সাতকানিয়া উপজেলার রাস্তার মাথা মডেল মসজিদের হলরুমে এ প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাওলানা আহমেদুল কবির মন্টু এবং সঞ্চালনা করেন কেঁওচিয়া মুজহারুল উলুম মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মালেক।

প্রধান অতিথি ছিলেন সীরতুন্নবী (সা.) মাহফিল বাস্তবায়ন কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত। আলোচনায় অংশ নেন সাতকানিয়া মাহমুদুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মনিরুল আলম, গারাংগিয়া আলীয়া মাদ্রাসার মুহাদ্দিস কুতুব উদ্দিন, সাতকানিয়া মডেল মসজিদের খতিব মিজানুর রহমান এবং সোনাকানিয়া মজিদিয়া মাদ্রাসার সহ-সুপার মহিউদ্দিন।

সভায় বক্তারা চুনতির সীরতুন্নবী (সা.) মাহফিলকে সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য সর্বস্তরের সহযোগিতা কামনা করেন। তারা বলেন, এ মাহফিল শুধু চট্টগ্রাম নয়, দেশের সর্বস্তরের মুসলমানদের কাছে আত্মিক চেতনা জাগ্রত করার এক অনন্য মাধ্যম হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর