মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | বার্তা টুডে
  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১০২

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদা পাথর আগের জায়গায় ফেরত দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি লুটকারীদের তালিকা দাখিলেরও নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চে সংশ্লিষ্ট এক রিটের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। আদালত সাত দিনের মধ্যে লুট হওয়া সব পাথর আগের স্থানে ফেরত দেওয়ার নির্দেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এদিকে, একই ঘটনার দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দায়ের করা আরেকটি রিটের শুনানির জন্য আগামী রোববার (১৭ আগস্ট) দিন ধার্য করেছেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ। এই রিট আদালতে উপস্থাপন করেন অ্যাডভোকেট মীর একেএম নূরুন নবী।

রিটে বলা হয়েছে, ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা অবৈধ ঘোষণা করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এছাড়া, এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের দাবিও জানানো হয়েছে।

আদালত রিট আবেদনটি প্রাথমিকভাবে গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর