বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন

চট্টগ্রামে আসলাম চৌধুরীর কারামুক্তি দিবসে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক | বার্তা টুডে
  • বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২০৫

দীর্ঘ ৯ বছর কারাভোগ শেষে গত বছরের ২০ আগস্ট মুক্তি পান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ। তাঁর কারামুক্তি দিবস উপলক্ষে বুধবার (২০ আগস্ট) সীতাকুন্ডে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সীতাকুন্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসলাম চৌধুরী এফসিএ।

দোয়া মাহফিলের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে আসলাম চৌধুরী বলেন,
“সীতাকুন্ড তথা চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার মানুষের ভালবাসায় আমি মুগ্ধ। আমার প্রতি আপনাদের অগাধ আস্থা আর ভালবাসার প্রতিদান হয়তো দিতে পারবো না, তবে আপনাদের পাশে আছি এবং থাকব ইনশাল্লাহ। রাজনীতিতে ষড়যন্ত্র থাকবে, কিন্তু কোনো ষড়যন্ত্রই আমাকে দমাতে পারবে না। এলাকার উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।”

সভায় আরও বক্তব্য রাখেন—
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম ও সোলাইমান মঞ্জু, সীতাকুন্ড পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন, নুরুল আনোয়ার, কাউন্সিলর শামসুল আলম আজাদ, নুরুদ্দিন জাহাঙ্গীর, রবিউল হক, জিতেন্দ্র নারায়ণ নাটু, নার্গিস আক্তার, ফজলুল করিম চৌধুরী, সাহাবুদ্দিন রাজু, খোরশেদ আলম মেম্বার, রোকন উদ্দিন মেম্বার, বখতিয়ার উদ্দিন, মো. বেলাল, মাওলানা ইসমাইল, মো. নাছিম, আব্দুল হান্নান, মাসুদা আক্তার, আবু সালেক, অমলেন্দু কনক, জিয়া উদ্দিন, সোলাইমান রাজ, আলাউদ্দিন মনি, হেলাল উদ্দিন বাবর, মামুন রেজা, কাজী এনামুল বারী, মো. জাহাঙ্গীর, খ ম নাজিম উদ্দিন, জাফর আহমেদ ভুইয়া, আলাউদ্দিন মাসুম, আইনুল কামাল, আকবর হোসেন, সরোয়ার কামাল, আবুল কালাম আজাদ, মো. রাশেল, সালামত উল্লাহ, ইদ্রিস মিয়া, ইদ্রিছ মনি, সাহাবুদ্দিন, নাজিমুদ্দোলা, শেখ সাহাবুদ্দিন, নবী চৌধুরী, মুক্তিযোদ্ধা মহরম আলী, আবুল কাশেম, ছাত্রদল নেতা কাজী সেলিম, কোরবান আলী সাহেদ, ইসমাইল হোসেন, কামরুল ইসলাম বাবলুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে আসলাম চৌধুরীর দীর্ঘায়ু ও রাজনৈতিক সাফল্য কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর