
চট্টগ্রামের কর্ণফুলীতে মাত্র দুই ঘণ্টার মধ্যে চুরি হওয়া সিএনজি অটোরিক্সা উদ্ধারসহ চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া অটোরিক্সাসহ মোট চারটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে কর্ণফুলী থানার বড়উঠান ৯নং ওয়ার্ড ডাকপাড়া এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে মোহাম্মদ রফিকের মালিকানাধীন একটি সিএনজি অটোরিক্সা চুরি হয়। চালক শেফায়তুল করিম দোকানে চা পান করতে গেলে ফেরার সময় অটোরিক্সাটি উধাও হয়ে যায়। পরে ভুক্তভোগী থানায় অভিযোগ করলে কর্ণফুলী থানায় মামলা (নং-২২, ধারা-৩৭৯ দণ্ডবিধি) রুজু হয়। মামলার তদন্তভার পান এসআই (নিঃ) মো. শফি উল্লাহ।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পুলিশ চরপাথরঘাটা ইউনিয়নের বাঁশখালী বিল্ডিং এলাকার নিচতলা পার্কিং স্পটে অভিযান চালায়। এ সময় সেখান থেকে আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের গুনদ্বীপপাড়ার বাসিন্দা মো. আব্দুল করিম (৫৪) কে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে চুরি হওয়া সিএনজি অটোরিক্সাসহ মোট চারটি চোরাই অটোরিক্সা উদ্ধার করে পুলিশ।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ বলেন,
“অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযান শুরু করি। দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে আসামিকে গ্রেফতার এবং চোরাই অটোরিক্সাগুলো উদ্ধার সম্ভব হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”