
চট্টগ্রামের বাঁশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৫টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ ২৯ জন জেলেকে আটক করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট ২০২৫) রাতে কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত টানা অভিযানে বাঁশখালী উপজেলার শেখেরখীল সরকার বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৫টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। বোটগুলো তল্লাশি করে প্রায় ৩৬ লক্ষ টাকা মূল্যের ১০টি ট্রলিং জাল উদ্ধারসহ ২৯ জন জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে বাঁশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত ট্রলিং বোট থেকে অবৈধ সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং ১০টি ট্রলিং জাল বিনষ্ট করা হয়। এছাড়া বোট মালিকপক্ষের কাছ থেকে ১০ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে আটককৃত জেলেসহ বোটগুলো ছেড়ে দেওয়া হয়। আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
লেফটেন্যান্ট শাকিব মেহবুব বলেন, “মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”