
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃতের নাম আরকান চৌধুরী (২৫)। তিনি সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মনুফকিরহাট এলাকার মো. জাকির হোসেনের ছেলে। অভিযান পরিচালনা করেন সাতকানিয়া থানার এসআই (নিঃ) মো. আনোয়ার হোসেন পাটোয়ারী। এসময় তার কাছ থেকে ছিনতাই হওয়া ৬০ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর গ্রামীণ ব্যাংক ফুলতলা শাখার কেন্দ্র ব্যবস্থাপক অভি চৌধুরী মাসিক কিস্তি সংগ্রহ শেষে সিএনজি অটোরিকশাযোগে ফিরছিলেন। একই সিএনজিতে থাকা তিনজন অজ্ঞাত ব্যক্তি নির্জন এলাকায় নিয়ে গলায় ছুরি ধরে তার কাছ থেকে নগদ তিন লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তাকে রাস্তার পাশে ফেলে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলাম বলেন, “গ্রামীণ ব্যাংক কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনতাইয়ের মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।”