
চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ধরা পড়েছে বহু মামলার আসামি ও এলাকার শীর্ষ সন্ত্রাসী আখতার হোসেন (৪০)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৪টা ৩০ মিনিট থেকে সকাল ৭টা পর্যন্ত চলা অভিযানে কর্ণফুলীর উত্তর বান্দর মহলখান বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আখতার হোসেন মৃত সুভান বক্সের ছেলে। তার মা মরিয়ম বেগম আনোয়ারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। পুলিশের তথ্যমতে, আখতার দীর্ঘদিন ধরে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও মাদক কারবারে জড়িত। আনোয়ারা ও কর্ণফুলী থানায় তার নামে রয়েছে ১০টি মামলা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তালিকায়ও তিনি শীর্ষ অপরাধী হিসেবে চিহ্নিত।
অভিযানটি পরিচালনা করেন আনোয়ারা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন কাউসারের নেতৃত্বাধীন একটি বিশেষ টিম। সহায়তা করে কর্ণফুলী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘেরাও করা হলে আখতারকে তার একটি গোপন কক্ষ থেকে আটক করা হয়।
অভিযানে আখতারের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে নকল পিস্তল, ১২ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ১৮টি দেশীয় অস্ত্র, সামরিক গ্রেডের ৩টি ওয়াকিটকি সেট, ৩টি কম্পাস, ২১টি মোবাইল ফোন, ৯৫টি সিমকার্ড, অসংখ্য মেমোরি কার্ড ও পেনড্রাইভ। এছাড়া নির্যাতনের বিভিন্ন সরঞ্জামও পাওয়া গেছে।
অভিযানকারীরা জানান, আখতারের বাড়িটি আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় সজ্জিত ছিল। ৮টি সিসিটিভি ক্যামেরায় পুরো বাড়ি পাহারায় রাখা হতো। পাহাড়ের ওপর ছিল দুইটি নিরাপদ ঘর, যা মাদক বেচাকেনার কাজে ব্যবহার করত সে। ভেতরে একাধিক গোপন কক্ষও পাওয়া গেছে।
গ্রেফতারের পর আখতার হোসেনকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।