বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন

চট্টগ্রামের অর্থনীতি ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয় — মতবিনিময় সভায় বক্তারা

জাহাঙ্গীর আলম
  • সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৮৬

চট্টগ্রাম দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র উল্লেখ করে বক্তারা বলেছেন, এই অঞ্চলের অবকাঠামো ও বাণিজ্য উন্নয়ন ছাড়া বাংলাদেশের টেকসই অগ্রগতি সম্ভব নয়।

সোমবার (২৭ অক্টোবর) নগরীর পাঁচলাইশ থানাস্থ কিং অফ চিটাগাং-এ আয়োজিত এক মতবিনিময় সভায় ব্যবসায়ী ও পেশাজীবীরা এ মত প্রকাশ করেন।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম ব্যবসায়ী পরিষদের আহ্বায়ক শাজাহান মহিউদ্দিন। তিনি বলেন, “চট্টগ্রাম দেশের বাণিজ্যের হৃদপিণ্ড। বন্দর, শিল্প, যোগাযোগ ও বিনিয়োগে অগ্রগতি ত্বরান্বিত করতে পারলে জাতীয় অর্থনীতিতে আমূল পরিবর্তন সম্ভব।”

সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার এস. এম. নুরুল হক বলেন, “চট্টগ্রামের ব্যবসায়ীদের ঐক্যই হতে পারে বাংলাদেশের অর্থনীতির পুনর্জাগরণের ভিত্তি। ব্যবসাবান্ধব পরিবেশ, স্বচ্ছ ভ্যাট-ট্যাক্স নীতি ও বন্দরনির্ভর উন্নয়ন নিশ্চিত করতে আমরা কাজ করব।”

বিশেষ আলোচক ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এস. এম. ফজলুল হক বলেন, “চট্টগ্রাম দেশের রাজস্ব আয়ের মূল কেন্দ্র হলেও এখানকার উন্নয়ন বিনিয়োগ প্রত্যাশার তুলনায় কম। বন্দর ও শিল্প থেকে যে আয় হয় তার একটি অংশ চট্টগ্রামের উন্নয়নে সরাসরি বরাদ্দ দেওয়া জরুরি।”

সভায় বিজিএমইএ, বিকেএমইএ, সি এন্ড এফ অ্যাসোসিয়েশন, টায়ার-টিউব ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন, খাতুনগঞ্জ, টেরিবাজার, তামাকুন্ডিলেইন, বৃহত্তর চকবাজার, ফলমন্ডি, জুবিলী রোড, রিয়াজউদ্দিন বাজারসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, চট্টগ্রামের ব্যবসায়ীরা শুধু স্থানীয় বাজারের চালিকাশক্তিই নন, তাঁরা জাতীয় উন্নয়নেরও অন্যতম প্রধান অংশীদার। বন্দর, শিল্প, শিক্ষা, পর্যটন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যবসায়ী সমাজের শক্তিশালী ভূমিকা রাখার এখনই সময়।

সভা শেষে চট্টগ্রামের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে একটি ঐক্যবদ্ধ ব্যবসায়ী প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানানো হয়, যা ব্যবসায়ীদের স্বার্থরক্ষা এবং দেশের বাণিজ্য সম্প্রসারণে নীতিগত ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর