মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন

জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ছাত্রশিবিরের

নিজস্ব প্রতিবেদক
  • বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৮৬

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক আলাউদ্দিন আবির। সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহীম হোসেন রনি এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন।

প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন আবির বলেন,

“তোমাদের এই সাফল্য গর্বের হলেও এটি কোনো শেষ গন্তব্য নয়, বরং একটি নতুন যাত্রার সূচনা। শিক্ষা শুধু সার্টিফিকেট নয় — আদর্শ, নীতি ও দেশপ্রেমের জন্য হওয়া উচিত। ইসলামী মূল্যবোধে গড়ে ওঠো, সমাজের রোল মডেল হও।”

সভাপতির বক্তব্যে ইব্রাহীম হোসেন রনি বলেন,

“এই সংবর্ধনা তোমাদের পরিশ্রমের স্বীকৃতি। এখন সময়, নিজেকে আদর্শবান নেতৃত্বে রূপান্তর করার। ছাত্রশিবির সবসময় চায় এমন প্রজন্ম গড়ে উঠুক যারা দেশ ও জাতির ভবিষ্যৎ পরিবর্তনের বাহক হবে।”

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক ও ফুল তুলে দেওয়া হয়। বক্তারা সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর