মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের হামলার পরও অক্ষত ইরানের ইউরেনিয়াম: ইসরায়েলের দাবি

আন্তর্জাতিক ডেস্ক
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১২৬

যুক্তরাষ্ট্রের টার্গেটেড বোমা হামলার পরও অক্ষত রয়েছে ইরানের ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত—এমন চাঞ্চল্যকর দাবি করেছে ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

খবরে বলা হয়, গত ২১ জুন ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ৩০ হাজার পাউন্ডের ১৪টি বাঙ্কার ধ্বংসকারী বোমা ফেলে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়, এই অভিযানে ইরানের পরমাণু কর্মসূচি এক থেকে দুই বছর পিছিয়ে গেছে।

তবে এখন ইসরায়েলের পক্ষ থেকেই ভিন্ন বার্তা আসছে। তেলআবিবের একটি সূত্র জানায়, ইরানের কাছে এখনও প্রায় ১৮ হাজার সেন্ট্রিফিউজ রয়েছে, যদিও এর একটি বড় অংশ হামলায় ধ্বংস হয়েছে। তবে মূল উদ্বেগের বিষয়—৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরো মজুতই অক্ষত আছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসব ইউরেনিয়াম বিশেষ কন্টেইনারে সংরক্ষিত ছিল, যেগুলো এখনও ইরানি বিজ্ঞানীদের নিয়ন্ত্রণে রয়েছে। ফলে এই ইউরেনিয়াম ব্যবহার করেই ইরান পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা ধরে রেখেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানান, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লার মৃত্যুর পরপরই ইরান পারমাণবিক অস্ত্র তৈরির তোড়জোড় শুরু করে। ইসরায়েলের কাছে সেই প্রমাণ ছিল এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রকেও তা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর