
শ্রমিক ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইং-এর চট্টগ্রাম দক্ষিণ জেলা কো-অর্ডিনেশন কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়েছে। আগামী তিন মাসের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ২ এপ্রিল ২০২৫, ঢাকার কাকলী নকসাপাড়া ইসলামী এডিফিসে কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক পত্রে এই অনুমোদন প্রদান করা হয়।
কমিটিতে মাহবুব আলম কবির-কে সমন্বয়কারী এবং মো. আলাউদ্দিন মাসুদ-কে যুগ্ন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কমিটিতে আরও রয়েছেন মো. হাসান মুরাদ, মো. জহিরুল হক, ডা. মো. হাশেম, আবদুর রহিম সুমন, ফয়সাল ও বান্দরজিয়া ফাহিম।
কমিটিতে বিভিন্ন দায়িত্বে আরও যাঁরা রয়েছেন:
সংগঠক: কাজী তানভীর হাসান, মো. সাজ্জাদ হোসেন, মো. শাহজাহান (কর্ণফুলী), মো. রাকিবুল, মো. ইউসুফ, মো. কামাল আহমেদ, মো. ফরিদ আহমেদ, সালাউদ্দিন মো. সজল, শাহজাহান চৌধুরী পারভেজ।
সদস্য তালিকায় আছেন:
ফজলে রাব্বি সিফাত, আনিসুর রহমান, মোহাম্মদ আলী, মোহাম্মদ ফেরদৌস, মোহাম্মদ সরোয়ার, মো. শাহজাহান (আনোয়ারা) ও মোহাম্মদ এরশাদ।
কমিটির অনুমোদনে শ্রমিক উইং এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের স্বাক্ষর রয়েছে। স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন:
মাওলানা ইমাম কাশেম, কেন্দ্রীয় সমন্বয়কারী,
মাহবুব আলম কবির, প্রধান সমন্বয়কারী,
কেন্দ্রীয় শ্রমিক উইং এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ।
এ কমিটির মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে নেতারা আশা প্রকাশ করেছেন।