মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন

সাতকানিয়ার কেরানীহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসমুদ্রে র‍্যালি ও সমাবেশ

মিজানুর রহমান রুবেল, চট্টগ্রাম সাতকানিয়া
  • শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কেরানীহাটের উত্তর পাশে সাতকানিয়া রিসোর্ট মাঠ থেকে র‍্যালি শুরু হয়ে সাতকানিয়া মডেল মসজিদের মাঠে গিয়ে শেষ হয়।

র‍্যালি ও সমাবেশে উপজেলা, পৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। দলীয় টি-শার্ট, ব্যাজ, ক্যাপ, ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো কেরানীহাট এলাকা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, মুজিবুর রহমান মুজিব, সদস্য হাজী রফিকুল আলম, নবাব মিয়া, জসিম উদ্দিন আবদুল্লাহ, নূরুল কবির বাদশা, মোস্তাফিজুর রহমান, নুরুল কবির, অধ্যাপক এহসানুল মৌলা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম রসূল মোস্তাক, হাজী সেলিমুল ইসলাম, আহমদুল হক সিকদার, জামাল উদ্দিন, এইচ এম রফিক উদ্দিন, সাবেক কমিশনার আবু তাহের বিএসসি, সেলিম উদ্দিন, মোহাম্মদ রফিক, ফরিদুল আলম ভুট্টু, গাজী ফোরকান, আবদুল গফুর ও আনোয়ার হোসেন চৌধুরী।

এছাড়া সমাবেশে দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, মোহাম্মদ শফি, উত্তর সাতকানিয়া বিএনপি নেতা হারুনুর রশীদ, তাসলিম উদ্দীন, এস এম নূরুল হক, মোহাম্মদ আলী, ফরিদুল আলম, আবু সালেহ, মোহাম্মদ আরমান, উপজেলা যুবদল আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস, পৌর যুবদলের আহ্বায়ক এস এম জাহেদ, সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর, উত্তর সাতকানিয়া যুবদল আহ্বায়ক মোহাম্মদ রাজিব, ইকবাল হোসেন রুবেল, আবুল কাশেম আযাদ, মোহাম্মদ সাব্বির, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা এডভোকেট রাশেদুল কবির, আনিসুর রহমান আনাস, শওকত আলী, আজিজ, শাহজাহান, মোহাম্মদ আরফাত, মোহাম্মদ করিম, আসিফ, আজিমুর রহমানসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি মাঠে রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই সমাবেশ প্রমাণ করেছে, জনগণ এখনও বিএনপির সঙ্গেই আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর