বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন

পদত্যাগের গুজব ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: সীতাকুণ্ড বিএনপির প্রতিক্রিয়া

বার্তা টুডে ডেস্ক
  • মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৭৬

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের জনপ্রিয় রাজনীতিক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ দলের পদ থেকে পদত্যাগ করেছেন— এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ সহকর্মী ও সমর্থকরা।

‘দল ছাড়েননি, ছাড়বেনও না’ — স্পষ্ট বার্তা

সমর্থকদের পক্ষ থেকে জানানো হয়—“আসলাম চৌধুরী বিএনপি থেকে পদত্যাগ করেননি। তিনি দলের সাথেই ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ।”

তারা আরও বলেন, “যারা এসব গুজব ছড়াচ্ছে, তারা রাজনৈতিকভাবে বিভ্রান্তি সৃষ্টি ও জনমনে ভুল বার্তা পৌঁছানোর অপচেষ্টা করছে।”

গুজবের পেছনে কুচক্রী মহলের চক্রান্ত

উদ্দেশ্যমূলকভাবে একদল কুচক্রি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে। 

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সীতাকুণ্ডে বিএনপির জনপ্রিয়তা কমিয়ে দিতে এই অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি সমর্থকদের।
গুজব রোধে সবাইকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।

সীতাকুণ্ডের জনগণ ও দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান।
বিভ্রান্তিমূলক সংবাদে প্রভাবিত না হওয়ার অনুরোধ।
প্রয়োজন হলে গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর